যে বাতাস বয়ে গেছে
তোমার প্রেমের সৌরভ চুরি করে
জানি সে আর আসবে না ফিরে।
তবু, বসে আছি অনন্তকাল ধরে,
বিপরীত বাতাসের প্রতীক্ষায় নয়।
যদি আর একটা দমকা বাতাস বয়ে যায়
তোমার সৌরভ নিয়ে যাওয়া
সে বাতাসের পথটি ধরে।
অসীমের পথে যদি হয় কোনদিন
দু'জনের সৌরভ একান্তে বিলীন
তারপর কি হবে আমার তা জানা নেই।
যেমন জানেনি আজও অনন্ত মহাকালঃ
যেমন জানেনি একখন্ড মেঘ, যে হারায়
সমুখের মেঘের পিছে দিগন্তের অন্তরেখায়।
যেমন না জেনেই ছুটে চলে একটি ঢেউয়ের পিছে
আর একটি ঢেউ।
স্রোতের প্রতিটি জলকণা ছুটে চলে যেমন
সমুখের জলকণার পিছে।
যেমন হেঁটে চলে একটি তারার পিছে
আর একটি তারা অনন্তকাল।
কে জানে এ চলার শেষ পরিণতি?
অথবা আদৌ প্রয়োজন আছে কী জানার?