সেদিন তুমি চেয়েছিলে জানতে
কেন হারাই বারবার অচেনা পথের প্রান্তে?
অতপর একদিন দ্বিভক্ত পথের শুরুতে এসে
কোন্ পথে যাবে? আবার শুধালে হেসে।
হাত তুলে দেখালাম অচেনা পথটা
অন্য রকম ছিল তোমার মনোরথটা।
তুমি অবলীলায় হেঁটে গেলে চেনা পথে
একবারও চাওনি পিছু ফিরে সুদূর হতে।
এক সময় হারিয়ে গেলে সুদূর বনানীর পিছে
যখন সেপথে চেয়ে থাকা নিতান্তই মিছে।
আজও চলেছি সেই দীর্ঘ অচেনা পথে
বন্ধুরতা যার রক্ত ঝরায় পদদ্বয় হতে।
আজও কেউ চায়নি তোমার মতো জানতে
তাই বুঝি, আসিনি আজও সে পথের প্রান্তে।
কেউ কি আছে এই অচেনা পথের শেষে
হারাওনি - বলবে সুমধুর হেসে?
অথবা তুমিই আবার হাতটি বাড়িয়ে
শুধাবে আবার, অচেনা পথে কেন গিয়েছিলাম হারিয়ে?
সবকিছুর উত্তর জানা নেই
শুধু জানি, অচেনা পথে আবার হারাতে মানা নেই।
হয়তো এখানেই তোমার আর আমার পার্থক্য
হয়তো তাই হবে না কোনদিনই ঐক্য!