কষ্ট যতই বুকের কাছে
করুক নাচানাচি
ভাল থেকো - আমি যেমন
বলি, ভাল আছি।
চোখে যখন জলের ধারা
মুখে বিমল হাসতে পারা
সেটাই তো সুখ খোঁজে যারা
দুখের কাছাকাছি।
ভাবতে পারো আমি তোমার
ভেঙেছি ঘর
তাই তো তোমার আজকে আপন,
যে ছিল পর।
ভাঙা গড়ার এই খেলাতে
আপন পরের এই মেলাতে
নিত্য ডুবেও এক ভেলাতে
তুমি আমি বাঁচি।
স্মৃতির ডাকে নিত্য রাতে
ভাঙে তো ঘুম
আঁধার মাঝে অভিযোগের
চলে তো ধুম।
থাক না সে সব আমারই থাক
তোমায় যেন দেয় নাকো ডাক
বাতাস হলে হোক না অবাক -
তোমারই সুখ যাচি।