আমি, রাতের বেলায় চলি যে পথ
তারা দেখে দেখে
দিনের বেলায় হারাই সে পথ
সূর্য-দহন মেখে।

আমি, অন্ধকারে এখন তো তাই,
একটুখানিও ভয় যে নাপাই
জানি তুমি তারা হয়ে
নেবেই আমায় ডেকে।

দিনের বেলায় দেখার কত,
তোমায় কখন দেখি?
সারাটা দিন বেচা কেনার
হিসাব শুধুই লেখি।

দিনের হিসাব সাঙ্গ ক’রে
সন্ধ্যা বেলায় ফিরি ঘরে
তখন শুধুই তারা খুঁজি
সকল হিসাব রেখে।
----------

জাকার্তা, ইন্দোনেশিয়া
২০/০৯/২০১৮