ওরে আমার খোকন সোনা
আমার হাতের লাঠি
তুই যে আমার মরা দেহে
প্রাণের জীয়ন-কাঠি।
তুই যে আমার চোখের তারায়
স্বপ্ন দেখার আলো
তোর ছোঁয়াতে দূর হয়ে যায়
আমার চোখের কালো।
যাদের দু’চোখ আলোয় ভরা
দেখে মুখের ছবি
তোর পরশ আর গায়ের গন্ধে
আমার দেখা সবই।
চোখের তারাই দেখে যারা
তাদের খোকন সোনা
খোকন নিয়ে তাদের মনে
নেই কোনো কল্পনা।
তুই যে আমার কল্প-চোখের
রূপে গুনে সেরা
তোকে নিয়েই আমার জগৎ
স্বপ্নে আছে ঘেরা।
আঁধার জগৎ পদে পদে
দেখায় আমায় ভয়
শুনি যখন কণ্ঠটা তোর
জগৎ করি জয়।
নাইবা দেখি অন্য কিছু
দূরে কিংবা কাছে
জীবন পথটা দেখি যে তোর
বাধায় ভরে আছে।
দৃপ্ত পদে চলিস সোনা
করিস বাধা চূর
তোর জীবনে আলো এলে
আমার আঁধার দূর।
চোখ দুটোতে নেইকো আলো
আছে হৃদয় ভরে
ভালোবাসা, মায়ের আশা –
যাতে জীবন গড়ে।
সকল মা হয় স্নেহে অন্ধ
আমি অন্ধ চোখে
তাই বলে কম স্নেহ আমি
দিইনি খোকন তোকে!
রচনা: ১৬ নভেম্বর, ২০১৬