ঠাসাঠাসি ট্রেনে পাশাপাশি দুইজন যাত্রী বসা
একের গা, পা খায় অন্যের সাথে ঘষা।
সহসা শুরু হয় একজনের পায়ে চুলকানি
নিচু হয়ে কোনমতে ঢুকালো হাতখানি।
তারপর অনেক্ষণ জোরে জোরে চুলকালো
তবু যেন আরাম তার হলো না ভালো।
সহসা পাশে বসা লোকটি দেয় চিতকার,
আরে ভাই, আমার পা চুলকান কেন বারবার?
চুলকানো লোকটি বলে, তাই তো বলি, যতোই চুলকাই
আমার পায়ে কেন একটুও আরাম না পাই!