ধরার বুকে ওই এলো রমজান
মুসলমানের প্রাণপ্রিয় মেহমান।

নিখিল জাহান হেসেছিল
এই মাসেতেই এসেছিল
আল্লাহতালার আরশ হ'তে পবিত্র কোরাণ
ধরার বুকে ওই এলো রমজান।

সকল পাপীর গোনাহ ভুলে
সব বেহেস্তের দরজা খুলে
ডাকে যে আজ আল্লাহ মেহেরবান
ধরার বুকে ওই এলো রমজান।

সওর-ইফতারি-তারাবীহ
জপ আল্লাহ'র তাসবীহ
পাপ পুড়ে যাক, পুণ্যতে হোক স্নান
ধরার বুকে ওই এলো রমজান।

হও কঠোর সিয়াম-ব্রতে
রও আল্লাহ'র এবাদতে
দেখাও রে আজ রমজানে সম্মান
ধরার বুকে ওই এলো রমজান।

আনো সংযম আহার-পানে
রাখো খুব দূরে শয়তানে
বদ্ চাওয়ারে করো গো কোরবান
ধরার বুকে ওই এলো রমজান।

সব ক্ষুধার্তের ক্ষুধা বুঝে
অভাবী সব মানুষ খুঁজে
অন্ন, বস্ত্র, অর্থ করো দান
ধরার বুকে ওই এলো রমজান।

পাক কোরাণের কথা মেনে
সব মানুষকে বুকে টেনে
আনো ধরায় শান্তি সুখের বান
ধরার বুকে ওই এলো রমজান।