গানহীন, সুরহীন হবে যখন আসরে
নীরবেই হারাবে সকলের অগোচরে।
যে বীণা বাজে না সুরে
সে পড়েই থাকে দূরে
কে বা তারে নেই হাতে মিলনের বাসরে!
কে করে ফুলেরে আদর রঙ আর সুবাস বিনে
যে পাখি ডাকে না বনে কে তারে রাখে চিনে!
যা আছে সুখ আর বেদনা
বুকে নিয়ে নিভৃতে কেঁদো না
মঞ্চে দাড়িয়ে সবার সমুখে কাঁদো-হাসো রে।