বদ্ধ ঘরে বসে ভাবো, বাইরে কাদা, ধুলা
বাইরে শুধু নোংরা কথা, দুই কানে দাও তুলা।
এমনভাবে নিজকে যতই ভাবো পরিস্কার
দিন যত যায় নিজের ঘরে বাড়াও অন্ধকার।
একলা দাঁড়াও, ভেবে সবাই অন্যদিকে ভুল
তোমার দিকেই সত্য আছে - ভাবনাতে মশগুল।
এমন ভাবনা দিনে দিনে করবে তোমায় একা
সত্য র'বে সবার মাঝে, পাবে না তার দেখা।
বদ্ধ ঘরের বাইরে আছে বৃহৎ মানবতা
ঘর যে ছাড়ে তারেই ভাবো, নেইকো কৃতজ্ঞতা।
যা জেনেছ, যা শিখেছ, সারাজীবন জপ
অন্য কথা বললে ভাবো সব শেখা তার অপ।
সারাজীবন পরের পাপের করে গেলে হিসাব
ভাবলে নাকো নিজের পুণ্যের রইল কত অভাব।
যাও বা ছিল নিজের ঘরে অল্প কিছু পুণ্য
পরের পাপের বিচার করে, করলে যে তাও শূন্য।
এই জগতে নোংরা ভালোই মিশে একাকার
ভালো তো সেই নোংরা গায়েও হৃদয় ভালো যার।
মানতে হবেই ভালো-মন্দের সবার অধিকার
ভালো-মন্দের স্রষ্টা যেজন তার হাতে থাক বিচার।
জগত ভরা ধুলা, কাদায়, দাঁড়াও তারই মাঝে
বুঝবে জীবন কেমন চলে নানান রঙ ও সাজে।
সকল রঙের হাসা কাঁদায় মন যদি না রাঙে
সবার স্রষ্টা কেমন করে তোমার দেয়াল ভাঙে?