অন্যজনের গলার মালায় আজ আমি যে ফুল
অধিক দামী ভেবে আমায় করছ তুমি ভুল।
কালকে আমি ফুটেছিনু তোমার বাগানেই
নয়ন কেড়ে জায়গা পেতে তোমার মালাতেই।
আদর করে দাওনি যে ঠাঁই তোমার গাঁথা মালায়
তাই ঝরেছি ভর-দুপুরে বড়ই অবহেলায়।
হৃদয় মাঝে যখন ছিল অবহেলার জ্বালা
বিদেশিনী কুড়িয়ে নিয়ে গেঁথেছিল মালা।
আজকে যদি আমায় দেখে ভাবো মনোলোভা
মালা হয়ে যার গলাতে, এ যে তারই শোভা।