যে'দিন জেনেছিনু হেরে গেছি, ভালো ছিনু তাই মনে মেনে
আজ আবার হেরে গেলাম, তুমি আজ ভালো নেই জেনে।
তুমি ভালো আছো জেনে, যতটুকু ছিল বুকে সুখ
তুমি ভালো নেই জেনে, আজ আবার পোড়ে সেই বুক।
স্বপ্নময় যেই বুক একদিন গিয়েছিলে ভেঙে
বিজয়ীনি, ওগো মেয়ে, সুখ স্বপ্নে দু'নয়ন রেঙে
সে'দিনও ভাবিনি ভালোবাসার হ'লো পরাজয়
ভেবেছিনু, বৈভব ও দারিদ্র কী একঘরে রয়!
সে হারায় সুখ ছিল, ভেবে মনে তুমি সুখী হ’বে
জানো আর নাই জানো, চিরদিন তবু মনে র'বে।
স্মৃতির স্বর্ণলতায় প্রতিদিন ফুটে র'বে ফুল
হৃদয়ের গহীনে সাজানো বাসরে মন র'বে মশগুল।
হৃদয়ের মসলিনে বুনে যাবো নীরবে যত কারুকাজ
শুকনো পাঁপড়িগুলো ধরে র'বে নিভৃতে হৃদয়ের ভাঁজ।
সব তার সহসাই হয়ে গেল আজ নিরর্থক
তুমি আজ ভালো নেই, শুনে তবু আমি এক নীরব দর্শক।
তোমাকে ভালো রাখার আজ আমার নেই অধিকার
কেউ শোনেনি, তুমিও শুনবে না, সেখানে আজ কী যে হাহাকার!
দু'জনের যুদ্ধ যেথা, এ জগতে চিরদিনই হারে একজন
সবার অজান্তে, হৃদয়ের যুদ্ধে, চিরদিনই হারে দু'টি মন।