জগত মাঝে অন্যায় আজ বড়ই শক্তিশালী
অসহায় জন ভয়ে নীরব লাগিয়ে মুখে তালি।
অবিচারক, অত্যাচারী আজ সমাজের নেতা
প্রতিবাদহীন চললে র'বে ওরাই চির-জেতা।
দ্বন্দ্ব যা তোর মনের মাঝে ঘুচিয়ে ফেলে আজ
কর রে শুরু অন্যায় যা, তা প্রতিকারের কাজ।
এই জগতে দেখবি যেথায় অন্যায়, অবিচার
পারলে করিস শক্তি দিয়ে সেথায় প্রতিকার।
ভাবিস যদি একলা হাতের শক্তি অপ্রতুল
কণ্ঠে বাণী, হস্তে কলম - হয় না যেন ভুল।
মরার আগেই মরে যদি তাতেও অক্ষমতা
পাপকে ঘৃণা করে বাঁচা বিবেক, মানবতা।
ন্যায়ের সৈনিক! শক্ত হয়ে একটু উঠে দাঁড়া
প্রতিবাদের শক্ত পথে দৃপ্ত চরণ বাড়া।
দীর্ঘ পথের কন্টকে তোর চরণ হলেও ক্ষত
রক্ত-ফোঁটায় আল্পনা তুই আঁক রে অবিরত।
আজ হলো না যেজন তোর এ চলার পথের সাথী
তোর চরণের খুঁজবে সে ছাপ কাল জ্বালিয়ে বাতি।
আজকে যা সব ভাঙতে চেয়ে ব্যর্থ হলো ঠেলা
কালকে ওদের সহজ হবে ধাক্কা মেরে ফেলা।
দৃপ্ত পদে মাটির বুকে কাঁপন তুলে যা
বিশ্বাসে তোর ঝড় এনে পর-আপন ভুলে যা।
পাহাড় যতই হোক না উচু করিসনে তুই ভয়
গুঁড়িয়ে ধুলায় মিশিয়ে দেবে ভূমিকম্প, প্রলয়।