জলস্রোত বয়ে যায়, কয়ে যায় পাড়ে
এমন স্থবির যে, সাগরেতে সে কি যেতে পারে?
পাড় বলে, খাড়া হয়ে দুই পাশে আছি নিরবধি
ক্ষুদ্র জলকণা! তাই বয়ে যাও হয়ে নদী।
কোনদিন করেছো ভুলেও কি হৃদয়ঙ্গম
আমি বিনে হতো না যে তোমাদের সাগর-সঙ্গম।
সাগরের সাথে কভু মিলবে না আমার এই বুক
তোমাদের যাওয়ার পথ করি, সেই আমার সুখ!