পরদিন, শেষদিন ফজর-নামাজে দন্ডায়মান
ইমামের স্থানে আবুবকর, পিছনে মুসলমান।
সকলে দেখে, নবীজি চায় ঘরের পর্দা তুলে
সারিবন্দ নামাজী দেখে খুশিতে দুচোখ খুলে।
সেই আনন্দে আত্মহারা মুসল্লিগন ভাবে
হয়তো নবীকে আবার তারা ইমাম করেই পাবে।
পর্দা বন্ধ করে নবী নামাজ চালানোর ইশারায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

একটুখানি বেলা হলে দ্বীনের নবী ডাকে
প্রাণের অধিকপ্রিয় কন্যা মা ফাতিমাকে।
কিছু কথা কয় নবীজি তাঁর কানে কানে
শোনার পরে মা ফাতিমার চোখে যা জল আনে।
আবার কিছু কথায় আসে সেই মুখেতেই হাসি -
পিতার বিদায় দুঃখে তখন অশ্রুজলেও ভাসি।
কী ছিল সেই কথা পরে মা ফাতিমা জানায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

বলেছিল নবী, আমার রোগের নেই আর নিরাময়
কেঁদেছিল মা ফাতিমা - প্রাণে কী তা সয়!
পরের কথায় বলেছিল, আমার মৃত্যুর পরে
তুমিই প্রথম আমার কাছে আসবে চিরতরে।
তাই সে খুশি মা ফাতিমার চোখে মুখে ফোটে
নারীর সর্দার হবার খবর ভাগ্যে তখন জোটে।
আবার কাঁদে, "আমার বাবা কাঁদে কী ব্যথায়!"
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

নবী বলে, আজকের এই দিনটা গেলে আর
কোনদিনই কোন ব্যথা থাকবে নাকো তাঁর।
কাছেতে চায় হাসান-হুসেন প্রিয় নাতীদ্বয়
কাছে পেয়েই চুমোয় ভরে তাদের মুখোময়।
স্ত্রীগনের তরে রাখে কিছু উপদেশ
আল্লার পথে যেন হয় তাঁদের জীবন শেষ।
খাইবারের সে বিষব্যথায় নবীজি কাতরায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

নবীজির কণ্ঠে তবু বারবার উচ্চারিত হয়
নামাজ আদায় করো, দাসেদের প্রতি হবে সদয়।
সকলে শোনে মৃত্যুর আগমনী নবীজির মুখে
বিবি আয়েশা নেয় তখন নবীর মাথা বুকে।
নবীজি কাতরায় ব্যথাতে খাইবারের বিষে
দুইজনের মুখের লালা শেষবার যায় মিশে।
কী যে ছিল সে সৌভাগ্য, মা আয়েশা জানায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

আবুবকরের ছেলে - নাম আব্দুর রহমান
নবীর হাতে এনে দেয় শেষ মিছওয়াকখান।
মা আয়েশা চিবিয়ে দেয় - নবীর অনুমতিতে
নবীজি ঘষে তা দাঁতে, অতি ধীর গতিতে।
অতপর পাত্র থেকে হাতে নিয়ে সামান্য পানি
শেষবার ধৌত করে নবীজি তাঁর মুখখানি।
কণ্ঠে বলে, আল্লাহ ছাড়া আর উপাস্য নাই
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

অতপর ঊর্ধ্বমুখী নবী, ঊর্ধ্বে তোলে হাত
নবীজি করে তাঁর জীবনের শেষ মোনাজাত।
"তোমার করুণা - নবী, শহীদ ও সত্যবাদীর তরে
আর যাঁরা এ জগতে ভালো কর্ম করে;
হে আল্লাহ! দয়া করো, ক্ষমা করো মোরে
উচ্চে নিয়ে সাথী করো ভালোবাসার ডোরে।
তোমার কাছে আশ্রয়, তোমার কাছেই বিদায়"
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

এগারো হিজরাহ, বারোই রবিউল আউয়াল
সোমবার ছিল নবীর জীবনে শেষ সকাল।
তেষট্টি বছর চারদিন থেকে এই ধরায়
অন্ধকারে নিমজ্জিত জগত আলোয় ভরায়।
ধরণীর বুকে রেখে শান্তির ইসলাম
আর অগণিত অনুসারী - মুসলমান নাম
বারযাখের পথে নবী নিল শেষ বিদায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।
--------------------------
** 'ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে