পরের দিনেও দেয় যে নবী কিছু উপদেশ -
আরব নয় ইহুদী, খ্রীষ্টান, মুশরিকদের দেশ।
তবে যদি আসে হেথা তাদের প্রতিনিধি
সম্মান হবে প্রাপ্য তাদের - যেমন আমার বিধি।
কোরাণ ও সুন্না আমার পথ প্রদর্শক রবে
নামাজ ও দাসের প্রতি যত্নবান সব হবে।
মাগরিবের নামাজ নবী ইমাম হয়ে পড়ায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।
অসুস্থ দেহের যন্ত্রনা ও ব্যথা নবী সয়ে
তিনবার ওঠে, সংজ্ঞা হারায় এশার সময়ে।
শেষে নবীর অনুরোধ, আবুবকরের প্রতি
সেদিনের সেই নামাজে যেন করে ইমামতি।
আয়েশা জানায়, হয়তো তাতে মুসলমানের মন
বিভ্রান্তি ও হতাশাতে করবে যে ক্রন্দন।
তবু নবী আবুবকরকেই ইমাম দেখতে চায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।
পরেরদিন নবীজি একটু স্বস্তি বোধ করে
জোহরে মসজিদে যায় দুইজনকে ধরে।
আবুবকর বসা ছিল ইমামতির স্থানে
নবীজিকে দেখে চায় সে সরতে অন্যখানে।
আবুবকরের কাছেই নবী বসে যে তার বামে
আবুবকর নামাজ শুরু করে আল্লার নামে।
আল্লাহুয়াকবর - আবুবকরের কণ্ঠে শব্দ পায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।
পরদিন,
দাসেদের মুক্তি দেয়, মৃত্যুর একদিন আগে
দান করে সাত দিরহাম সঞ্চয় তাঁর দুস্থের অনুরাগে।
আত্মরক্ষার অস্ত্রটি দেয় উপহার মুসলিম জাহানে
সন্ধ্যায় আয়েশা বাতির তেল ধার করে আনে।
যুদ্ধের বর্মটিও বন্দক রয় এক ইহুদীর কাছে
তিরিশ ছা জবের সম মূল্য ধরা আছে।
দ্বীনের মালিক দীন বেশেই চলে যেতে চায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।
(চলবে... )
--------------------------
** 'ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে