নবী বলে, হয়ো ভালো আনসারদের প্রতি
তাঁরাই আমার পরিবার, আর প্রিয়জন অতি।
মদীনাতে পেয়েছিলাম তাঁদেরই আশ্রয়
দায়িত্ব ও সেবা দিয়ে কাড়লো আমার হৃদয়।
তাঁদের প্রতি তোমাদেরও রয় দায়িত্ব বাকি
কৃতজ্ঞ তাই রবে সদাই দোষ বা ত্রুটি ঢাকি।
মেনে নেবে নেই ঘাটতি তাঁদের সে ইচ্ছায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

আবার বলে, আল্লাহ আমায় দিয়েছে সুযোগ -
হয় আমি চাই যেমন, তেমন করি ভোগ;
নয়তো সেজন যা রেখেছে ধার্য আমার তরে
পৃথিবীতে গ্রহণ করি কৃতজ্ঞতা ভরে।
জেনে রাখো, আমি যে তাঁর দান করেছি গ্রহণ
তাঁর যখনই ইচ্ছা হবে, হয়ও যেন মরণ।
তাঁর ইচ্ছায় আসন্ন যে আমার এ শেষ বিদায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

আবুবকর যায় যে ভেসে দুই নয়নের জলে
"পিতামাতা উত্সর্গ তোমার তরে" বলে।
নবী বলে, ও সাথীগন শুনে রাখো খবর
আল্লার পর আমার কাছের বন্ধু আবুবকর।
তাঁর ভাতৃত্ব, ভালোবাসা যাবে নাকো ভোলা
ও নাম ছাড়া ম'জিদের দ্বার হবে নাকো খোলা।
এমন কথার মর্মার্থ বোঝে সেথা সবাই
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।
(চলবে...   )
------------------------
** 'ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে