দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়
সেই খবরে মুসলমানের পরাণ কাঁদে হায়!

এক সপ্তাহর বেশি হলো গায়েতে তাঁর জ্বর
উচ্চ তাপে মাথা ব্যথা, গা কাঁপে থরথর।
তবুও নবী পাঁচ ওয়াক্ত নামাজে হয় ইমাম
নামাজের গুরুত্ব নবী বলে অবিরাম।
আল ফাদল ও আলীর কাঁধে দিল নবী ভর
মাটির উপর দু-পা টেনে যায় আয়েশার ঘর।
আয়েশা বিবির ঘরে নিল অবশেষে ঠাঁই
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

আয়েশা বিবি আল-মাইয়েদা সুরা পড়ে শোনায়,
প্রার্থনা করে নবীজিরই শেখানো প্রার্থনায়।
ক্রমে গায়ের তাপমাত্রা এমন উচ্চে ওঠে
জ্ঞান হারিয়ে নবীর মুখে সেই বেদনা ফোটে।
পাত্র মাঝে বসিয়ে ঢালে ঠান্ডা পানির ধারা
দেখে নবীর স্বস্তি মেলে সেথায় ছিল যাঁরা।
সুস্থ নবী মসজিদেতে হাঁটে নিজের পায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

মিম্বরের উপরে উঠে নবী করে বয়ান
আগের কিছু নবী ছিল, তাঁদের হলে প্রয়ান
উম্মতেরা তাদের নবীর কবর পুজা করে।
তাই তোমরা সকল সময় রাখিও অন্তরে
কবর কিংবা মূর্তি পুজায় আল্লার অভিশাপ
আল্লার ক্ষমা মিলবে নাকো করলে এমন পাপ।
সবার কাছে নবীজিও নিজের ক্ষমা চায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

কারেও যদি করে থাকি আঘাত দেহ-বোধে
আমার বোধ ও দেহে আঘাত করো প্রতিশোধে।
ক্ষুণ্ণ যদি করে থাকি যে কারো সম্মান
ক্ষুণ্ণ করো আমারও তা কাঁদিয়ে এই প্রাণ।
অতপর সে মিম্বর হতে নবীজি নিচে নামে
জোহর-নামাজ আদায় করে সকলে এক-জামে।
নবী আমার আল্লার তরে নামাজের সেজদায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।

নামাজ শেষে ওঠে নবী আবার সে মিম্বরে
অন্য কিছু উপদেশও দেয় সকলের তরে।
একজন তার দাবি করে পাওনা আছে তার
তিন দিরহাম। ফাদলকে বলে নবীজি আবার,
ওর যা-কিছু পাওনা আজও আছে আমার কাছে
শোধ করে দাও সেসব থেকে আমার যা যা আছে।
যার যা পাওনা আছে সে সে ঠিক যেন তা পায়
দ্বীনের নবীজি আমার দুনিয়া ছেড়ে যায়।
(চলবে...  )
-----------------------------
** "ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে