যে টুকু দিয়েছ এই হাতে তুলে
আমি কী যোগ্য তার?
সারাদিন অনুক্ষণ সেই কথা এই মন
ভেবে মরে বারবার।
দিয়েছ তো ততটুকু সুখ
যতটুকু ভরে এক বুক
যতটুকু দূর করে দেয়
শূন্য বুকের হাহাকার।
তুমি তো দিয়েছ আমায়
আমি যা কিছু চাইনি
তাই, চাইব না আর তা,
আমি যা কিছু পাইনি।
যত ভেবে হারিয়েছি কূল
বুঝে গেছি সব আমার ভুল
তাই দিয়েছি তোমার হাতে
সকল ভাবনার ভার।