মাঝে মাঝে ধরণীটা খরাতে না শুকালে
কোনদিন কেউ কি বৃষ্টিকে ডাকতো?
মাঝে মাঝে আকাশের চাঁদটা না লুকালে
পূর্ণিমার চাদে কি কেউ দৃষ্টিকে রাখতো?
মাঝে মাঝে প্রিয়জন সুদূরে না থাকলে
কোনদিন বোঝে কি কেউ হৃদয়ের টানটা?
মাঝে মাঝে গাছে বসা পাখিটা সুরে না ডাকলে
বুঝা যায় গাইতো সে কী মধুর গানটা!
আমার না থাকাতে কোনদিন যদি কারো মন
একটুও না কাঁদে বিরহ ব্যথায়
জেনো সেদিন ফুরিয়েছে আমার প্রয়োজন
হে পৃথিবী! দিও আমায় নীরব বিদায়!