১।
মাথা যার ভালো ছিল, হলে মাথা খারাপ
খুঁজে দেখো পেছনের দুঃখ-পরিতাপ।
যদি দেখ নির্লজ্জ
জেনো সে সদা বর্জ্য
বৃথা সজ্জায় যত ঢাকুক তার মা ও বাপ।
২।
নির্লজ্জ যখন যা চায় তখন সে তাই করে
নির্লজ্জের কথা-কাজে লজ্জাবানই মরে।
অতি চতুর খেলে হেসে
মহা-খেলোয়াড় শেষে
যমদূতকে পাঠিয়ে তাকে একটিবারই ধরে।