সিংহ এবং বাঘের মাঝে চলে যখন লড়াই
ভেড়ার মাঝে চলতে থাকে একেকজনের বড়াই।
ভাবটা এমন, তারাও যেন বাঘ, সিংহের জাত
বাঘ, সিংহ নাই বা চিনুক, বাড়ায় তাদের হাত।
বাঘ, সিংহের লড়াই নিয়ে ভেড়ার দলে ভাগ
ভ্যা, ভ্যা স্বরে একেকজনে দেখায় অন্যে রাগ।
বড় শিঙের ভেড়াগুলো ছোটদেরকে মারে
লাফায় ভেড়া, হাসে ভেড়া, ভেড়ার হাহাকারে।
বাঘ, সিংহের লড়াই শেষে, এক বনেতেই বাস
যে বনেতে সকল ভেড়াই খায় যে একই ঘাস।
সিংহ এবং বাঘের কিন্তু খাদ্যে ভেড়া চায়
ওদের ক্ষুধায় কে কোন্ ভেড়া সেসব বিভেদ নাই।
বাঘ অথবা সিংহই হোক, জাতে ওরা খাদক
বৃথায় ভেড়া দুদিন লাফায় একটু পেয়ে মাদক।
বাঘ, সিংহের মুখে পড়ে কাটলে তাদের ঘোর
ওদের সাথে যুদ্ধ করার নেই তাদের আর জোর।
নির্বোধ এই ভেড়াগুলিই হতে পারলে জোট
বাঘ, সিংহ এদের কাছেই খেতো মরন-চোট।