নিজ বুক হলে পরিস্কার
কার বুকে কত বিষ
কেন হিসাব তার?
নিজ বুকে থাকে যদি করুণার জল
কী যায় আসে
কার বুকে কত আছে হিংসার অনল?
ধুলা আর কাদার যেথা অভাব
কতটুকু বুঝা যায় সেথা
তোমার পরিচ্ছন্নতার স্বভাব?
তোমার প্রেমিকার তরে দাও প্রাণ -
তা-কি হবে তোমাকে যে ঘৃণা করে
তাকে সামান্য ভালোবাসার সমান?
দান যখন পাওয়ার আশায়
ঘুষ যদি নাও বলো
ব্যাবসা বলো ভদ্র ভাষায়।