নারীর ভালো নারীর মন্দ, করলে পুরুষ নির্ধারণ
কেমন করে ভাবলি পুরুষ, নারীর তাতে ভরবে মন?
পুরুষ যেমন নারীও তেমন, দেহ মনে পূর্ণ মানুষ
সেই অধিকার দিতে আজও, ধূর্ত কথার ওড়ে ফানুস।
ইতিহাসকে করলে বিচার, সূক্ষ্ম ভাবে চিরে চুল
দেখবে নরই নারীর চেয়ে, করে গেছে অধিক ভুল।
দিব্য জ্ঞানে করলে বিচার, ধর্মে যেসব আছে বিধান
দেখতে পাবে উদ্দেশ্য তার, নারীর তরে বেশী সম্মান।
হায় রে পুরুষ বুঝলি সেসব, নিজের মত বিষয় জ্ঞানে
শুদ্ধ বিচার হয় কিরে বল, চিত্ত যখন ভোগের ধ্যানে?
তাই তো যত মোল্লা, পুরুত, চাস নারী হোক বন্দি রে
ঘরের মাঝে পুরুষ সেবায়, ধর্ম ম'জিদ, মন্দিরে।
দেখ না ভেবে বিধাতাও যে, যত্ন নিল গড়তে নারী
অনেক গুণই নরের যা নেই, এই জগতে আছে তারই।
নর যা পারে নারীও পারে, পাবি যে তার হাজার প্রমাণ
বুঝবি ভালো শিখিস যদি, আজ আধুনিক জ্ঞান-বিজ্ঞান।
আজ এসেছে সময় ওরে, ভাবুক নারী স্বাধীন ভাবে
দেখবি শুধুই নয় রে নারী, দেশ ও জাতি ভালোই পাবে।
গড়তে থাকে দুকুল ভরে, আপন স্রোতে চললে নদী
ধ্বংস আনে তার দুকুলে, বাধ বেঁধে কেউ ঠেকায় যদি।
আয় রে পুরুষ আয় রে নারী, এক স্রোতে এক পথে চলি
মানব জাতির অকল্যানকর, যা আছে চার পায়ে দলি।