গাড়ীর কোম্পানীতে সেলস পদে শাহেদের ইন্টারভিউ
বোর্ড বলে, উই হ্যাভ গট কয়েশ্চেনস এ ফিউ।
আমাদের সবার জানা দুটো জিনিস - গাড়ী ও নারী
একটা তুলনামূলক আলোচনা করুন তো তারই!

শাহেদ বসে নড়েচড়ে, তারপর সামান্য কেশে -
দুটোতেই অদ্ভুত মিল আছে - বলে একটু হেসে।
যতই পুরনো হয়, নারী গাড়ী দুটোই তত শব্দ করে
তত বেশী ঘন ঘন বিগড়ায়, অঙ্গাদিও হয় নড়বড়ে।

দুটোই চলে ভালো, পেলে পর্যাপ্ত ভালো তেল
দুটোই নষ্ট হয়, অন্য কেউ খেলে যদি খেল।
দুটোই ভালো থাকে একজন চালকের হাতে
দুটোরই অঘটন ছেড়ে দিলে অন্য কারো সাথে।

বাইরে দেখতে ভালো হলে দুটোরই দাম বেশী
মালিকের সাথে বন্ধুদেরও পড়ে তাতে কাম বেশী।
বিক্রি হতে দুটোরই লাগে বংশের সুখ্যাতি
দুটোই সেবা দেয় ভালো, বজায় রাখলে গতি।

লাইসেন্স ছাড়া দুটিই চালানো বড় অপরাধ
ফিটনেস ছাড়া দুটোই ঘটায় চালকের প্রমাদ।
গাড়ী কমায় জনসংখ্যা, যদি কেউ বেপরোয়া ছাড়ে
ব্রেকহীন বেপরোয়া হলে নারী, জনসংখ্যা বাড়ে।

অতি খুশী কোম্পানীর এম ডি সবাইকে শুধায়,
এমন ট্যালেন্ট এতোদিন লুকিয়েছিল কোথায়?
লিখে দাও নিয়োগপত্র, বেতনের অংক রেখে ফাঁকা
ইচ্ছামতো বসিয়ে নেবে সে যতো চায় টাকা।
-------------------

** শুধুমাত্র নির্মল কৌতুক।