আ্হ কী বিস্তৃত কর্মসূচী! কী ব্যস্ত দিন
নারীরা রবে না আর ভোটাধিকারহীন।
আজ থেকে সব নারী চালাবে নিজ গাড়ী
ইচ্ছা হলে রেখে দেবে পূর্ণদীর্ঘ দাড়ি।
সাক্ষাত ছিল বৃটেনের প্রধানমন্ত্রী ও রানীর সাথে
নারীর মঙ্গলে মিলিয়েছি হাত তাঁদের হাতে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সব আলোচনার বিষয় -
শান্তির নোবেল প্রাইজ যেন আরও বাড়ানো হয়,
নারীদের থাকে যেন তাতে সমান অধিকার
জগত বুঝুক নারী ছাড়া শান্তি নেই আর।
পৃথিবীতে বিরোধপূর্ণ নারী শাষিত যত দেশ
বিরোধী দল ও সংখ্যালঘুর হয়েছে নিঃশেষ
নারীর অধিকার ও ক্ষমতার বিরোধী যে নারী
সে রবে কারাগারে - যদিও এ দিনে পাবে শাড়ী।
সন্ধ্যায় মহিলা কল্যান সমিতির সভায়
কী গুরুত্বপূর্ণ বক্তৃতা! ধর্ষণমুক্ত দেশ চাই -
আজ থেকে দেশে পাশ হলো আইন
ধর্ষণমুক্ত এলাকায় টাঙানো হবে সাইন।
নারীদের হতে হবে আরও বেশী সচেতন
ধর্ষণ দর্শনের সাক্ষী রাখবে অন্তত তিনজন।
কাদের বিরুদ্ধে ধর্ষণ-অভিযোগ নিষিদ্ধ, দেওয়া হবে সে তালিকা
জেনে নিয়ে ধর্ষিত হবে সকল যুবতী, তরুণী, বালিকা।
তালিকায় চিহ্নিত ব্যক্তিদের আছে পূর্ণ অধিকার
তাদের দ্বারা ধর্ষিত কেউ পাবে না বিচার।
নারী নির্যাতনের বিচার হবে মুক্ত আদালতে
যেমন মুক্ত জনগন আজ ভোটকেন্দ্র হতে।
নিশ্চিত করবে, করবেই এই সরকার
নারী শাষকের জন্যে নোবেল প্রাইজের পূর্ণ অধিকার।