মন্দিরের দেবতা ও পূজারীকে নিত্যদিন সেবি
বড় অবহেলায় কাঁদে নারী - সত্যিকার দেবী।
মন্দির ছেড়ে যদি একদিন আসে তারা বাইরে
দেখা যাবে জগতের কেউ আর মন্দিরে নাইরে।
ছিন্নবসনা রাঁধুনী নারীর চোখে রাতে নেই নিদ
ঈদের আনন্দে হাসে প্রাতে ইদগা্হ-মসজিদ।
সেই নারী রাতে যদি ঈদকে দিয়ে দেয় তালাক
বোকা হবে সকালে ধার্মিক পুরুষ-চালাক।
পৃথিবীর কোণে কোণে বছরে একদিন ক্রিস্টমাচে
ক্রুশবিদ্ধ নারীর হৃদয়ের গানে যীশু ফের বাঁচে।
চার্চে নারীর গান যদি থামে, মদ্যপ পুরুষের গানে
চার্চ থেকে যীশু নেমে ভেসে যাবে মদের বানে।