ম্যান্ডেলা, ম্যান্ডেলা
কে বলে আজ তোমার জীবনের শেষ বেলা?
যুদ্ধ জয়ী ক্লান্ত বীর নিদ্রা গেছো সুখে
ক্ষণিক বিচ্ছেদের কান্না তাই ধরনীর বুকে।
সুদৃপ্ত কন্ঠে তুমি দিয়েছিলে ঘোষণা
কালো সাদার বিভেদকারী সে শাসন তোষনা।
বলেছিলে দিতে হবে সম অধিকার
কালো আর সাদা দুই সৃষ্টি বিধাতার
মাতৃসম ধরা বুকে রবে সম আদরে
কালো বলে সন্তানেরে মা কি ঘৃনা করে?
ক্ষমতার দম্ভে ওরা মানেনিকো সে বাণী
উত্তরে ঘটালো ওরা কত শত প্রাণহানী।
লাল রঙে সিক্ত হলো শত কৃষ্ণ দেহ
গগন বিদারি কেঁদেছিল শত মায়ের স্নেহ।
বজ্র কন্ঠে ডাক দিয়ে অস্ত্র নিলে হাতে
আঘাতের জবাব ওদের দিতে হবে আঘাতে।
অধিকারের স্লোগান ধ্বনিত হলো সারা বিশ্ব ব্যেপে
অত্যাচারীর সিংহাসন উঠেছিল কেঁপে।
লোহার শিকল আর ইটের দেয়ালে বন্দী হলে তুমি
ভেবেছিলে কোনদিন হবেনা মুক্ত তোমার জন্মভূমি।
বিধাতা হেসেছিল বসে তার মহা সিংহাসনে -
শত কোটি মুক্তিকামী মানুষের মনে
মুক্তির পিপাসা আর কন্ঠে বজ্র বাণী
বিভেদ, শোষণ, পরাধীনতা আর নাহি মানি।
বার্লিনের বিভেদকারী দেয়াল গেল পড়ে
অত্যাচারীর সিংহাসন ত্রাসে উঠলো নড়ে।
জীবনের তিনটি দশক তোমার নিয়েছিল যেই কারাগার
তোমার মুক্তির পদক্ষেপে কাঁপে সেই দ্বার।
দৃপ্ত পদ, হাস্য মুখ, উর্ধে তুলি' মুষ্টিবদ্ধ হাত
পৃথিবীতে এনেছিলে মুক্তির নতুন প্রভাত।
উল্লাসে প্রকম্পিত তোমার মাতৃভূমির প্রতি ধুলিকণা
পৃথিবীর প্রতিকোণে নতুন জীবন আর মুক্তির বন্দনা।
সহস্র জনতার উল্লাসে কভু কি হারায়
পাশে হাটা উইনির আনন্দ চোখের তারায়?
সময়ের দীর্ঘপথে সংগ্রামের স্লোগানে
যে কন্ঠ প্রতিদিন গর্জেছিল মুক্তির গানে
আজ যেন মধু ঝরে সে কন্ঠে, কি বলিতে চায়
লজ্জানত তনু বুঝি আজ তব চরণে লুটায়!
পরাজিতের অন্তরে অসীম আশংকা আর ত্রাস
প্রতিশোধের ক্রোধানলে ভাগ্য করে কি যে পরিহাস!
তোমার মন্ত্রময়ী বাণীতে আবার পৃথিবী হলো যে অবাক
নয় কোনো প্রতিশোধ, কন্ঠে তোমার সমঝোতার ডাক।
সমস্ত ক্ষমতার শীর্ষে বসে তুমি
বলেছিলে “সবার তরে সমান উন্মুক্ত আমার জন্মভূমি
কেউ কারো শত্রু নয় আর, নয় উচু নিচু
যা কিছু ঘটেছিল ভুলে গেছি, সব ফেলে পিছু
চল ছুটি সামনে এক সম্ভাবনার দীর্ঘ বাঁকা পথে"।
সেই পথের মাঝখানে ক্লান্তি এলো উর্ধ্ব স্বর্গ হতে
তাই তুমি নিদ্রা গেছ ক্ষনিকের তরে
নিশ্চয় জাগিবে তুমি কাল কালান্তরে
যখনই বিভেদ, শোষণ আর উত্পীড়িতের আর্তনাদ
তোমার কর্ণ কুহরে করিবে আঘাত।
নাহি জানি কবে অবশেষে
আসিবে তুমি আমার বাংলাদেশে!
আজ তাই কান্না দিয়ে ভাঙিব না তব শান্তির ঘুম
দূর থেকে তোমার তরে পাঠাই নিস্তব্ধ শ্রদ্ধার চুম।