আমার কাজ শুধু হাসা -
নেতা দেন বক্তৃতা,
হতে পারে মন্দ কি তা?
প্রশংসা অথবা তা গালি,
আমি শুধু দিই হাত তালি।
কাজ নেই বুঝে তার ভাষা
আমার কাজ শুধু হাসা।
যাই বা বলেন নেতা
বিচার করে আর কে তা?
সত্যি, মিথ্যা অথবা তা ত্রাস -
নেতার কথাই ঠিক ইতিহাস।
হোক তা বাস্তব, অথবা দুরাশা
আমার কাজ শুধু হাসা।
নেতা করেন খুণ, গুম, ধর্ষণ -
আমার কাজ শুধু প্রশংসা বর্ষণ।
ধন্য জনম আমার, ধন্য এ দেশ
এ করেই আমি, নেতা আছিও তো বেশ।
দুজনেরই কোষাগার সম্পদে ঠাসা
আমার কাজ শুধু হাসা।
পথের ধুলাও যার সোনা
আজীবন যায় না তা গোনা।
মহান নেতা তার নেন না এক কণা
আমিও ভাবি তা আবর্জনা।
পেয়ে তা ধন্য দেশের চাষা,
আমার কাজ শুধু হাসা।