আল্লাহতে তোর পূর্ণ হলে ঈমান
তবেই যে তুই হবি মুসলমান
ও মন হবি মুসলমান।
পূর্ণ ঈমান ছিল যেমন ইব্রাহীমের মনে
নমরূদ তারে অগ্নি মাঝে নিক্ষেপ করার ক্ষণে
যে ঈমানে ইব্রাহীম, চাইলো দিতে সন্তানে কোরবান
তেমন ঈমান থাকলে মনে, হবি মুসলমান
ও মন হবি মুসলমান।
পূর্ণ ঈমান ছিল যেমন ইউসুফ নবীর মনে
জুলেখা রানীর কাম-পিয়াসী প্রেমের নিবেদনে
শাস্তি জেনেও, করলো ইউসুফ সে প্রেম প্রত্যাখান
তেমন ঈমান থাকলে মনে, হবি মুসলমান
ও মন হবি মুসলমান।
পূর্ণ ঈমান ছিল যেমন মুসা নবীর মনে
সামনে সাগর, ফেরাউনের সৈন্যরা পেছনে
যে ঈমানে রাস্তা দিতে, সাগর দুভাগ হলো দন্ডায়মান
তেমন ঈমান থাকলে মনে, হবি মুসলমান
ও মন হবি মুসলমান।
পূর্ণ ঈমান ছিল যেমন ঈসা নবীর মনে
ক্রুশে বিদ্ধ করবে জেনেও, হিংসুটে দুর্জনে
মানব প্রেমে ক্ষমার বাণী করে গেল বয়ান
তেমন ঈমান থাকলে মনে, হবি মুসলমান
ও মন হবি মুসলমান।
পুর্ণ ঈমান ছিল যেমন মোহাম্মদের মনে
প্রাণের ভুমি মক্কা ছেড়ে মদীনায় গমনে
লুকিয়ে থাকা গুহার মুখে শত্রুর তরবারি
আবু বকর ভাবলো যখন প্রাণ যাবে সবারই
মোহাম্মদের কণ্ঠে তখন দৃঢ় উচ্চারণ
ভয় পেয়ো না আবু বকর, আমরা নই দুজন
কেমন করে ভুললে সাথের আল্লাহ শক্তিমান
তেমন ঈমান থাকলে মনে, হবি মুসলমান
ও মন হবি মুসলমান।
পূর্ণ ঈমান ছিল যেমন শেষ নবীজির মনে
আল্লাহর পথে ডাকায় দেহে রক্ত ঝরার ক্ষণে
সকল ব্যথা সহ্য করেও, করলো ক্ষমা দান
তেমন ঈমান থাকলে মনে, হবি মুসলমান
ও মন হবি মুসলমান।