কুকুর বলে বিড়ালে
আমি তো ঘুম দিয়ে থাকি একটা কোণে নিরালে
এমন জোরে ডাকিস মিউঁ
ভয় পেয়ে যায় মুরগিটিও
রাজ্য তোরই হয়ে যায় একটু নজর ফিরালে।
বিড়াল বলে কুকুরে
সারাক্ষণই তুমি যে ভয় দেখাও শুধু খুকুরে!
তোমার মতো করি না ভেউ
ভয় পায় না আমারে কেউ
তোমার মতো মাছ ধরি না লম্ফ দিয়ে পুকুরে।
শিয়াল বলে দুজনকে
ওরে বল তো দেখি, তোদের ভেতর সুজন কে?
মুরগি-রাজ্য জিন্দাবাদ
জানাই তীব্র নিন্দাবাদ
মুরগি-রাজ্যে এসব যতো সন্ত্রাসী ও কুজনকে।