মুক্তোর খোঁজে
-------------
ইচ্ছা ছিল মুক্তো এনে দেব তোমার পায়
সেই আশাতে ডুবেছি রোজ সাত সাগরের তলায়
হাসলে শেষে রক্ত হাতে ভাঙা ঝিনুক দেখে
দেখলে নাকো ভাঙা বুকটা তোমার অবহেলায়।
সুশাসন
--------
গণতন্ত্রের পিতা
তার সাথে দুই মিতা -
দুইজন জল্লাদ।
কেউ করলে প্রতিবাদ
পিতা দেয় চিৎকার
বেটা শত্রু স্বৈরাচার।
জল্লাদ বলে, ঠিক
ধিক, স্বৈরাচার ধিক -
ঘচাং করে শব্দ
বেটা স্বৈরাচার জব্দ।
তিনজন এক দলে
তাই গণতন্ত্র বলে।
স্বৈরাচার নিপাত যাক
গণতন্ত্র বেঁচে থাক,
আর থাক সুশাসন
পিতার অনড় আসন।