মরুর বুকে মাতম ওঠে হায়
নবীজি আর এই জগতে নাই।

আল্লাহতালা যে করুণায় মানুষ জাতির প্রতি
পাঠিয়েছিলেন দয়া-ক্ষমার নবী কোমল-মতি;
মরুর বুকের রুক্ষ লু-হাওয়ায়
সেই করুণা ভরে পূর্ণতায়
তাই যে আল্লাহ নিজের বন্ধু নিজের কাছে চায়
মরুর বুকে মাতম ওঠে হায়।

মা ফাতেমার কণ্ঠ কাঁদে, ওগো আমার পিতা
তোমার চাওয়া পূর্ণ আজি করেছে বিধাতা।
আমরা তোমার বিদায় দুখে ভাসি
তুমি হলে আজ বেহেস্তবাসী
ধরার মানুষ-ফেরেস্তাদের সেই খবরই জানাই
মরুর বুকে মাতম ওঠে হায়।

খবর শুনে শোকে ওমর হয়েছে উন্মাদ
ক্ষিপ্র হাতে অসি ঘুরায়, কণ্ঠে তীব্র নাদ;
মিথ্যে যারা প্রচার করে
আমার নবী গেছেন মরে
ফিরে এসে নবী তাদের কাটবে হাতে পায়
মরুর বুকে মাতম ওঠে হায়।

আবুবকর খবর শুনে চোখের জলে ভাসে
বাড়ি ছেড়ে নীরব মুখে নবীর ঘরে আসে।
আবুবকর এসে নবীর ঘরে
মৃত নবীর মুখটা চুমোয় ভরে
নবী গেছেন চিরতরে কোরাণ থেকে শোনায়
মরুর বুকে মাতম ওঠে হায়।

দ্বীনের নবী, প্রাণের নবী আর রবে না ধরায়
সবার ইচ্ছা, শেষ দেখাতে নিজের দুচোখ ভরায়।
দশজন যায় এক একটি দলে
এমনি করে দুদিন দেখা চলে
বিশ্বশান্তির নবীর তরে শান্তি কামনায়
মরুর বুকে মাতম ওঠে হায়।

নবীর মুখে শোনা খবর জানায় আবুবকর
মৃত্যু যেথা নবীগনের সেথায় হবে কবর।
শেষ ঘুম তাই যে বিছানায়
কবর খুড়া হলো সেথায়
সেই কবরে দ্বীনের নবী চিরতরে ঘুমায়
মরুর বুকে মাতম ওঠে হায়।

শেষ নবীজি এসে ছিল আলোর ছটা নিয়ে
বিদায় নিল সারা বিশ্বে ঐশী আলো দিয়ে।
নবীর জীবন, নবীর কর্ম
চললে তেমন সেই তো ধর্ম
থাকবে নবী মুসলমানের মর্মে সর্বদাই
মরুর বুকে মাতম ওঠে হায়।
-----------------------------
** 'ঐশী আলোর ছটা' কাব্যগ্রন্থের জন্যে