এইমাত্র জানা গেলো মঙ্গল গ্রহে
বহুজন হতাহত সন্ত্রাসীর দ্রোহে।
রক্ত চাই, খাদ্য চাই আর চাই জল
সাথে চাই ঔষধ ও চিকিৎসক দল।
সৈন্য ও অস্ত্র চাই - নিউক্লিয়ার বোমা
সব চাই পৃথিবীতে যত আছে জমা।
এ সমস্ত উপকরণ করেছে প্রমান
সন্ত্রাসী দমনে রাখে কত বড় দান!
পৃথিবী নামের এ গ্রহে সন্ত্রাস নাই
মঙ্গল গ্রহ এখন এই অস্ত্র চাই।
এ সব গেলেই সেথা দ্রুত অবিরত
দুর্গতিমুক্ত হবে যত হতাহত।
তারপর দীর্ঘমেয়াদি পরিকল্পনা চাই -
সকল বাসিন্দা খাদ্য, চিকিৎসা পায়।
চাই বাসস্থান আর সভ্যতার আলো
অস্ত্রে, যুদ্ধে হয় যেন বাসিন্দারা ভালো।
ধ্বংসের পরে চাই আরো কিছু ধ্বংস
যেন পুনর্বাসনে চাই আমাদের বংশ
চাই আমাদের জনবল, যন্ত্র, প্রযুক্তি।
দেবো নতুন জনপদ, সভ্যতা, মুক্তি -
যেমনটি দিয়েছি পৃথিবীর দেশে দেশে
ঠিক তেমনটি দেবো ওখানেও শেষে।