ওরে ভীরু চুপ রহ
হবে মহাবিদ্রোহ।
সারাটা দিন পিটাই মাটি
শক্ত হাতে বানাই ইট
পরের ঘরটা পোড়া ইটের
আমারটাতে মাটির ভিত।
আমারটা তো ভাঙে ঝড়ে
তাই দেব সব গুঁড়ো ক’রে
এই সমাজে আগুন দেব
ইটের ভাটায় আর তো নয়
ঢের হয়েছে কান্না মোদের
এবার হবে মহাপ্রলয়।
কাজের সঠিক মজুরি চাই
নইলে কারো রক্ষা নাই।
করবো সবার জীবন এবার
মোদের চেয়ে দুঃসহ
হবে মহাবিদ্রোহ।
সারাটা দিন খাটি ক্ষেতে
সোনার ফসল ভরে মাঠে
শস্য যাবে কারো গোলায়
একসের আমি কিনবো হাটে!
যা হয়েছে এতোদিন
এই সমাজের এমন ঋণ
করতে হবে এবার শোধ
নইলে হবে প্রতিরোধ।
চাষী যে তার জমি চায়
ফসল যাবে তার গোলায়।
মোদের মতো চাষী হ'
নইলে হবে বিদ্রোহ।
(চলবে ......)