আমি তো জানি না প্রেমের কলা হে প্রিয়
মিলন বাসরে তুমি তা যতনে আমারে শিখিয়ে নিও।
যদি নাই বুঝি তোমার মিলন এ জীবনে কত বড় তা
মিলন ক্ষণে যদি নাই কাটে দেহ ও মনের জড়তা
মিলনের তরে ব্যাকুল হতে আরও কিছু ক্ষণ দিও।
তুমি কোমল পরশে হাত রেখো এই বুকে
তুমি মধুর পরশে চুমো দিও এই মুখে।
আবেশে যখন মুদিব নয়ন
নিঃসাড় দেহে লইব শয়ন
মিলনে তখন করো হে আমায় আত্মার আত্মীয়।