আয় রে তোরা দেখ রে
কি করে আজ মেষের দলে মেষের লোমে নেকড়ে।
বনের ভেতর মেষগুলি সব যখন ছিল বন্য
অনেক দলে বিরোধ ছাড়া জানতো না আর অন্য।
নেকড়েগুলো মেষগুলিকে করতো সদাই নাকাল
তখন সেথায় এসেছিলো যোগ্য সে এক রাখাল।
হৃদয় মাঝে জ্বেলেছিলো বিশ্বাসের এক আগুন
শিখিয়েছিলো তাদের দেহে বইছে সেরা খুন।
মেষগুলি সব এনেছিল এক পতাকার তলে
তাড়িয়েছিলো নেকড়েগুলো সিংহসম বলে।
সময় শেষে রাখাল যখন নিলো চির-বিদায়
নেকড়েগুলো বুঝেছিলো ভাঙতে তাদের কি চায়।
কতক নেকড়ে পরে নিলো মেষের চামড়া-লোম
মেষের মাঝেই রইলো তারা মেষখেকো সব যম।
মেষগুলো সব এমন বোকা ভাবলো ওদের মেষ
মেষের লোমে নেকড়েগুলো খেয়ে করে শেষ।
তারাই মেষের নেতা এখন, দারুন খেলা চলে
মেষগুলিকে ভাগ করেছে হাজার-শত দলে।
দলের নেতা নেকড়েগুলি ইচ্ছে যারে খায়
বাইরে থাকা নেকড়েগুলির শক্তি, সাহস পায়।
দিশেহারা মেষগুলি সব ঘরের শত্রু ভুলি
বাইরে থাকা নেকড়েকে দেয় অভিশাপের বুলি।
মেষগুলি সব, চিনবি কবে মেষের লোমে নেকড়ে?
বাঁচতে চাইলে ওদের মারা সবার আগে শেখ রে।