আবার যেদিন যাব ফিরে তোমার ঘরের দ্বারে
শুধাও যদি, কী এনেছিস আমার এ দরবারে?
বলব আমি, হেথা থেকে তাড়িয়ে অনেক দূরে
দেখালে যে তোমার গড়া বিশ্ব-ভুবন ঘুরে,
মাটির বুকে সাজিয়ে রাখা তোমার নিপুণ হাতে
প্রাণের রসে সজীব যা সব, তোমায় পেলাম তাতে।
রসের আধার, প্রাণের আধার, একমুঠো সে মাটি
তাই এনেছি হাতে করে, করতে এ ঘর খাঁটি।
ছড়িয়ে দেব যত্ন করে হেথায় স্বর্গ-তলে
যেথায় বৃক্ষ ভরা ছিল নিষিদ্ধ বিষ-ফলে।
যেই মাটিতে রোজ ফলেছে হাজার রকম ফল
যে মাটির বুক রোজ চষেছে হাজার নিদয়-লাঙ্গল
বলেনিকো তাও কোনদিন ছাড়তে সে তার বুক
জীবন শেষেও বুকে নিতে ছিল সে উন্মুখ।
তার ছোঁয়াতে তোমার স্বর্গ হলে সহনশীল
তাড়িয়ে দিয়ে আর হবে না আবদ্ধ সে খিল।
যেথায় থেকে তাড়িয়েছিলে, সেথায় দিলে ঠাঁই
যেথায় আমায় তাড়িয়েছিলে সেটার মতই চাই।