আমার বুকের সকল ব্যথা
ছন্দ হয়ে গানে
নেমে আসে বর্ষাধারায়
গন্ধ মাটির টানে।
মাটির বুকে গড়িয়ে দূরে
গাইতে সে চায় অচিন সুরে
ছন্দ সুরে ভাসতে সে চায়
সুখানন্দ-বানে।
ডানা মেলে ওড়ে সে গান
উচ্চ আকাশে
ধ্বনি প্রতিধ্বনি তোলে
উতল বাতাসে।
উথলে ওঠে প্রাণের ধারা
হয় যেন সে পাগলপারা
ক্ষণিক পরে আবার নামে
নিম্নে মাটির পানে।
--------
পার্থ, অস্ট্রেলিয়া
২৩/০৯/২০১৮