জানি, তুমি বাঁধছ এখন চুল
একটু পরে খোঁপায় দেবে ফুল।
ঝুমকো দুটো দুলবে তোমার কানে
আয়না দিয়ে চাইবে কপাল পানে।
যতন করে টিপটা পরে নিয়ে
আবির রঙে গাল দু'টি রাঙিয়ে
তারপরে যেই চাইবে দিতে চুমি
নই যে কাছে বুঝবে তখন তুমি
গাল ফুলিয়ে করবে অভিমান
গুনগুনিয়ে গাইবে না আজ গান।
ভাববে রাগে তখন তুমি ব'সে
পেলে কাছে মারবে দু'কিল ক'ষে।
বকবে আমি কোথায় ছিলাম ক'দিন
হয়নি দেখা, কাটলো কথাবিহীন।
দেখা হলে কইবে না আর কথা
আমায় যেন কাঁদায় নীরবতা।
দেখেও তুমি চাইবে নাকো ফিরে
সরবে দূরে নীরব থেকে ধীরে।
ভাবছো রাগে আরো অনেক কিছু
আমি দূরে রাখছি মাথা নিচু।
ক'দিন পরে ফিরব যখন ঘরে
আসবে ছুঁটে আমার বুকের 'পরে
আমায় আগে তুমিই দেবে চুমি
রাগ করে কি থাকতে পারো তুমি?
কি এনেছি দেখবে না আর চেয়ে
সব পেয়েছো যেন আমায় পেয়ে।
তখন আমি তোমায় চেঁপে বুকে
চুমায় দু'গাল ভরিয়ে দেব সুখে।
তুই যে আমার নিয়েছিস সবটুকু
ওরে আমার প্রাণের প্রিয় খুকু।
রচনা: ১৮ আগস্ট, ২০১৬