মানব ধর্ম
৫ মার্চ, ২০১৬
বিধাতা যেদিন আপন মহিমায়
করিল মানুষ সৃষ্টি
সুন্দর এক দেহ দিল, সাথে
হৃদয়, জ্ঞান ও দৃষ্টি।
কহিল ধরায় রহিবে যখন
যদি নাও এদের যত্ন
ঠিক পথে তোমায় রাখিবে এরাই
হবে অমূল্য রত্ন।
জ্ঞান ও শ্রমে সততার সাথে
যাই কিছু কর অর্জন
তাতে সুখী থেকো, অসৎপথের
সবকিছু করো বর্জন।
চোখ দিয়ে দেখো যত সুন্দর
মন দিয়ে করো অনুভব
সদা করো দূর মানুষ ও পশুর
দুঃখ, বেদনা, ব্যথা সব।
লোভ লালসা দূরে দূরে রেখো
ধ্বংস করোনা পরিবেশ
সব শেষে আছে জবাবদিহিতা
ভেবোনা মরলে সব শেষ।
সত্য বলিও সুবিচার করিও
করিওনা কোনো অন্যায়
ঘৃণা করি অতি কৃপণেরে আর
যারা করে অতি অপব্যয়।
মানুষ গোষ্ঠী হবে বিভাজন
অনেক জাতি ও ধর্মে
আমার কাছে তারাই ধার্মিক
যারা ভালো তার কর্মে।
সব মানুষেরে সমান জেনো
করোনাকো ভেদাভেদ
শ্রদ্ধা করিও সব অবতারে
কোরান, বাইবেল, বেদ।
বিনয়ী হইও অপরে ক্ষমিও
তোমারে ক্ষমিব আমি
সুখ ও দুঃখে স্মরণ করিও
পাশে রব দিবাযামী।
মানুষ সত্য, মানুষ শ্রেষ্ঠ
এই সত্যটি মেনো
ফিরাইলে দুস্থ, রুগ্ন, ক্ষুধার্ত
আমাকে ফিরাইবে জেনো।