এ জীবন এমন করো, এমন করো - পূর্ণ হয়ে মরুক
চিত্তে যে ভয় - জীর্ণ পাতার মতো সে সব ঝরুক।
দিনগুলি হোক এমন যাপন
হতাশা আর না হোক আপন
সবুজ কচি পাতার মতো নতুন স্বপ্ন ভরুক।
হৃদয় আমার মুক্ত ডানায় অসীম নভে উড়ুক
আলোর তাপে জমে থাকা বর্জ্যগুলি পুড়ুক।
আশার যে বীজ হয় আজ পোতা
ফুল হয়ে তার কাল হোক ফোটা
যে শাখাতে আজ ফোটা ফুল, কাল তাতে ফল ধরুক।