আমার এ মন করো অবনত
ওই দূর আকাশের মত
যদি মেঘ জমে যায় তাতে
ঝরিও তুমি বৃষ্টি অবিরত।
যদি ভাসে ধুলিকণা
পঙকিল আবর্জনা
ধুয়ে ধুয়ে করো তা নির্মল
রেখো তারে আলোতে ঝলমল
শিখিও তারে ওই নীলিমার ব্রত।
আমার মাথা রাখি যেন তোমার চরণে
দুঃখ, ব্যথা যা আসে তার সহজ বরণে।
শুধু যেথায় মিথ্যা দেখায় ভয়
করো তারে সেইখানে দুর্জয়
রেখো তারে রেখো গো নির্ভয়,
আর রেখো উন্নত।
যদি পথহারা হই লোভে
যদি উদ্ধত হই ক্ষোভে
বাধার প্রাচীর তুলে
আমায় করো গো সংযত।