একদিন বসেছিনু এক নদীর তীরে
তারপর জলে নেমে ডুবে গেছি ধীরে।
একবার মাথা তুলে দিয়েছি চিতকার
তারপর কেঁদেছি মাথা তুলে দ্বিতীয়বার।
যদি সে নদীর জল না হতো শীতল
হয়তো হারিয়ে যেতাম ছুঁতে তার তল।
থাকি সে শীতল জলের নদীর কাছাকাছি
তাই তো তীরে উঠে আজও বেঁচে আছি।
একদিন সিঁড়ি ভেঙে উঠে গেছি উপরে
নীচে চেয়ে ভয় পেয়ে কেঁদেছি উচ্চস্বরে।
নাহলে অতো উচু হয়তো দিতাম ঝাপ
মৃত্যুতে শেষ হতো উচ্চে উঠার শাপ।
হে প্রেমের উচ্চতা, তুমি আছো উচ্চে
দেখাতে তা ডেকেছিলে কাছে এই তুচ্ছে।
হয়তো হয়নি থাকা তোমার কাছাকাছি
ক্ষণিক স্পর্শ নিয়ে তবু আজও বেঁচে আছি।
আজও বেঁচে আছি, আরও বেঁচে থাকবো
বাঁচার জন্যে যে জীবন, তাকে ধরে রাখবো।
হয়তো কখনো কখনো দেব কিছু চিতকার
হয়তো কখনো কখনো শুনাব শব্দ কান্নার।
তারাই তো বলে দেবে আজও বেঁচে আছি
ঘাসের উপর ক্ষুদ্র শিশির মাটির কাছাকাছি।
সুন্দর! সুন্দর! সুন্দর! এ জীবন সুন্দর
হোক না তা ক্ষুদ্র শিশিরকণা ঘাসের উপর।