তোমার ভগ্ন হৃদয়খানি আমার যত্নে রেখে
এসো তুমি রোদ্রোজ্জ্বল আকাশটাকে দেখে।
তোমার কালো চোখ দুটিতে আজ যে অশ্রু ঝরে
মুছে দেবো চুমো দিয়ে ঠোট রেখে তার 'পরে।
তোমার অঙ্গে যেথায় ব্যথা সেথায় রেখে হাত
শুষে নেবো হৃদয় মাঝে তোমার দেহের আঘাত।
যে আঘাতে তোমার জীবন করলো এলোমেলো
ভাববো তাকে ঠিক করা তাই আমার সুযোগ এলো।
তোমার যতো দুঃস্বপ্ন আমার ঘুমে দিয়ে
সুখ স্বপ্নে রাত কাটায়ো এখন থেকে প্রিয়ে।
আমার বাহুর মধ্যখানে দিও সুখের ঘুম
যতক্ষণ না ভোরের সূর্য ওই মুখে দেয় চুম।
উঠলে আমি পাহাড় চূড়ায় তুমিও থেকো সাথে
আমার কাঁধে দাঁড়িয়ে তুমি আকাশ ছুঁয়ো হাতে।
দুর্বল ওই চরণদুটো ওঠেই যদি কেঁপে
শক্ত করো আমার চোখের নির্ভরতা মেপে।
কান্না ঝরা বাদল দিনের মেঘলা আকাশ ফেলে
আলোয় এসো প্রজাপতির রঙিন ডানা মেলে।
নানা রঙের ফুল ফুটিয়ে রেখেছি যে বাগে
নাচন জাগুক তাদের বুকে তোমার অনুরাগে।
ভাগ্যহীনের ভাগ্যে যদি না রয় লেখা সোনা
ভাববো তোমায় আমার ঘরে পরশ পাথর-কণা।
কান্না ভুলে সেই ঘরেতে এসো দুজন হাসি
তোমায় ভালোবাসতে দাও, বলো 'ভালোবাসি'।