হৃদয় পুড়িলে ব্যথার অনলে
তোমার বারিতে সিক্ত হোক
পৃথিবী করিলে বঞ্চনা তারে
তোমার পথে সে রিক্ত হোক।
এই হাতে যদি দিলে গো তুলি
করুণা করিয়া ভিক্ষার ঝুলি
(সেই) ভিখারির কাছে ভিক্ষা ছাড়া
আর সবকিছু তিক্ত হোক।
যা কিছু করেছি নিজে ঠিক ভেবে,
প্রমাণ করেছো সকলই ভুল
আমার বাগানে কয়লা ছাড়া
ফোটেনি কখনো সুরভি ফুল।
মেনেছি আমার সকলই ভুল
চাই না ফুটাতে ভুলের ফুল
সকল সে ভুল তোমার হাতে
তোমারই মতে ঠিক তো হোক।