তুমি যা দিয়েছ তাতেই প্রভূ ভরেছে মোর মন
ক্ষুধায় আহার, তৃষ্ণাতে জল, দুঃখে প্রিয়জন
প্রভূ ভরেছে মোর মন।
ধরার বুকে আসার আগে মায়ের জঠরে
যত্ন নিলে রত্ন সম পরম আদরে।
দুঃখিনী মা'র দুঃখগুলো নাই জানিল কেহ
আমি শুধু জানি যে তার কম ছিলনা স্নেহ।
ভাঙা ঘরের ছেড়া কাঁথায় স্বপ্ন ছিল বুনে
আমি যা আজ তা হয়েছি সে মা'র কথা শুনে।
এমন ধনে ধন্য হয়ে, কেউ থাকে কি নির্ধন?
প্রভূ ভরেছে মোর মন।
মাথার 'পরে ছায়া দিলে, রোগের নিরাময়
মুর্খ্যে তুমি জ্ঞান দিয়েছ, করেছ নির্ভয়।
কর্ম দিলে, ধর্ম দিলে, আর দেখালে ধরা
হরেক জাতির ধর্ম-আচার, কি বিস্ময়ে ভরা।
যেথায় গেলাম বন্ধু পেলাম রইলো না কেউ পর
ঘরহারা সবজনের মাঝে আমায় দিলে ঘর।
অপার কৃপা চাওয়ার আগে করলে বরিষণ
প্রভূ ভরেছে মোর মন।
দুঃখ, ব্যথা যা আছে তা সবই আমার থাক
সুখগুলোতে এই ধরণী পূর্ণ হয়ে যাক।
প্রভূ তুমি জীবন আমার করলে যেমন পূর্ণ
যা কিছু মোর গর্ব আছে দাও করে তাও চূর্ণ।
তোমার খুশী যেমন প্রভূ তেমনি আমায় রেখো
দুঃখ, ব্যথা, অভাব এলে তুমিই শুধু দেখো।
যেমনভাবে পাঠিয়েছিলে তেমনি প্রভূ করিও গ্রহণ
প্রভূ ভরেছে মোর মন।
রচনা: ১০ এপ্রিল, ২০১৬