আজিকে বিশ্ব ঢেকেছে মিথ্যা-ভ্রান্তির ধূয়া-জালে
ছড়াইছে তা দেশান্তরে কাল থেকে মহাকালে।
সন্ত্রাস দিয়ে ধর্ম, আর ধর্মের নামে সন্ত্রাস
শান্তির নামে ভ্রান্তরা রচে রক্তের ইতিহাস।
ধর্মহীনতা ধর্মের নামে প্রতিদিন সারাবেলা
রক্ত পিপাসু নরাধমদের রক্তের হোলিখেলা।
নিস্পাপ শত নিরীহ মানুষ প্রতিদিন তার শিকার
ধার্মিক আর অধার্মিকের খুন মিশে একাকার।
আকাশ বিদারী কাঁদিছে মাতা, মৃতু সন্তান কোলে
মা’য়েরে হারায়ে কোথাও আবার শিশু আহাজারী তোলে।
কার প্রতিশোধ কার পরে নেয় হিতাহিত জ্ঞানশূন্য
নিস্পাপ শিশু, মা ভাইয়ের খুনে, কেউ ভাবে পাবে পুণ্য!
কেউ ভুলে যায়, চাপানো না যায় কারো 'পরে কোনো ধর্ম
অন্তরে যার আছে ক্যান্সার কি করে পোশাক-বর্ম।
আগে যদি কেউ মানুষ না হয় কেমনে সে হবে ধার্মিক
ধর্মহারারা ভাবিছে আজিকে তারা ধর্মের সৈনিক।
জিহাদের নামে কেউ আশ্বাসে স্বর্গের বালাখানা
যেন রহিয়াছে স্বর্গে ওদের পৈতৃক শরীকানা!
বোকারাও ভাবে স্বর্গে যাবে নিজ প্রাণ উৎসর্গী
ধর্ম কহিছে, আত্মহত্যায় কেহ হবেনাকো স্বর্গী।
ধর্মে ধর্মে যুদ্ধ তর্ক কারা সেরা কার চেয়ে
নাস্তিকেরা নিধনে ধার্মিক সভ্যের গান গেয়ে।
স্বর্গে বসিয়া মুসা ও যীশু, মোহাম্মদ, রাম ভাবে
এমনি করে কি তাঁহাদের গড়া সভ্যতা লোপ পাবে?
কে আছ আজিকে সত্য-নিষ্ঠ্য কালের বার্তা-বাহক
ঘরে ঘরে দেবে যুদ্ধ-বিদ্বেষী, শান্তি, সন্ধি-গ্রাহক?
ধর্মের বাণী বুঝিয়াছে ভূল, যারা বুঝাইছে ভূল
কালের সৈনিক! করিতে এসো তাহাদের নির্মূল।
সব ধর্মেরে মিলাও আজিকে শান্তির জয়গানে
শান্তিপূর্ণ পৃথিবী দেখাও বিধাতার সন্তানে।
রচনা: পার্থ, ৮ এপ্রিল, ২০১৬