একদা দম্ভভরে বিড়ালে কহিল এক শেয়াল;
শতেক কৌশল আমার আত্মরক্ষার দেয়াল।
যেদিক থেকে যে শত্রুই করুক আক্রমন
জানি একাধিক কৌশলে বাঁচাতে এ জীবন।
বল্ দেখি, তুই বিড়াল জানিস কয়টি কৌশল?
বিড়াল বলে, একটিই, আর পাই তাতেই ফল।
সহসা দেখে তারা অদূরে একদল হায়েনা
বিড়াল দৌড় দেয়, কোনদিকে চাহে না।
উঠে যায় সুউচ্চ একটি গাছের মগডালে
নিজেকে লুকায় গাছের ঘন পাতার আড়ালে।
বিড়াল বলে, ওহে পন্ডিত সুচতুর বন্ধু শেয়াল
আত্মরক্ষার এখন তোমার কয়টি কী খেয়াল?
সুচতুর শেয়ালও ভাবে, দৌড় দিয়ে পালায়;
আবার ভাবে, সমাধান এতো সহজ রাস্তায়
মানাই কি তার মতো এমন পন্ডিত কারো?
তারচেয়ে কঠিন কিছু কৌশল ভাবি না আরও!
একে একে কয়েকটি কৌশল আসেও তার মনে
হায়েনারা এসে গেলো খুবই কাছে ততক্ষণে।
শতেক-কৌশলী শেয়ালকে খেলো হায়েনার দলে
বেঁচে গেলো বিড়াল একটিই সহজ কৌশলে।