মাছে-ভাতে বাঙালীর মাছ-ভাত সমস্যা
সমাধান ছাড়া তাই জাতির অমাবশ্যা।
বেশী মাছ-ভাত খেয়ে হয়ে যায় মুটকি
কেউ বলে আলু খাও, কেউ বলে শুটকি।
কোন্ দেশে কবে নাকি হয়েছিল অভাব
ভাত বিনে চেঁচামেচি মানুষের স্বভাব।
নইলে এমন কী খেতো যদি পোলাও
খাওয়া নিয়ে কেন বাপু এতো জল ঘোলাও?
চাষাদের ছেলে বাপু, খাওয়া বোঝো অফিসে
বোঝো কিছু অফিসের কী খায় কিসে?
দু'কলম লেখাপড়া, সে এমন কী
বাবার লাঙল আর কলম এক কী?
শিক্ষিত ধনীদের কোটা যত বাড়বে
চাষাদের চাকুরীর ভুত তত ছাড়বে।
মাছ-ভাত খেয়ে বাপু হবে কেন মোটা?
তার চেয়ে নুন আর শুটকিটা জোটা।
ডাক্তারের ছেলেমেয়ে হবে ডাক্তার
ছেলে হবে আর্মি, ছিল যদি বাপ তার।
যোদ্ধার বংশধর করে যাবে যুদ্ধ
বোদ্ধার বংশধর চিরদিনই বুদ্ধ।
নেতাদের বংশধর চিরদিনই নেতা
রাজপুত্র রাজা হবে, রোধ করে কে তা?
চামচারা চিরদিনই রবে তার চামচা
থাক্ টাই গলাতে, নীচে ঠিকই গামছা।
কোটা চাই, কোটা চাই, কোটা চাই এদের
এতে আছে সমাধান এ জাতির মেদের।
মেদহীন চাষারা যত মেদ কমাবে
মেধাহীন মেদ-কোটা সঞ্চয় জমাবে।