আল্লাহর নবী ইব্রাহীম ছিল অতি অতিথি পরায়ন
আহার কালে পাইলে অতিথি খুশীতে ভরিত মন।
আহার সমুখে একদিন বসে চাহিল চতুর্দিকে
ব্যাকুল নয়নে খুঁজিতেছে সে একজন অতিথিকে।
হঠাৎ দেখিল, অতি বৃদ্ধ আসিতেছে একজন
আল্লাহ দিল অতিথি সময়ে, খুশীতে ভরিল মন।
ডাক দিল সে, সম্মানিত! এসো হে অতিথি ভাই
আল্লাহর নাম লইয়া দুজনে তাঁরই এ খাবার খাই।
অতিথি শুধায়, কে সেই আল্লাহ আমি যে চিনি না তারে
কেন বা লইব তাহার সে নাম আমাদের এই আহারে?
ইব্রাহীম বলে, তিনি যে স্রষ্টা, আমরা যাহার সৃষ্টি
দিয়েছে সে ধরা সুন্দরে ভরা, আরও দিল এই দৃষ্টি।
বৃদ্ধ বলে, আমি কাহারেও স্রষ্টা বলিয়া মানি না
কী বা করে সে কাহার তরে সে কথাও আমি জানি না।
ইব্রাহীম বলে, খেয়োনা এ খাবার নাই যদি লও সে নাম
বৃদ্ধ বলে, সেই ঠিক আছে তবে আমি চলিলাম।
বৃদ্ধ চলিল আপনার পথে পিছনে ফেলিয়া খাবার
জিব্রাইলকে আল্লাহ বলে, তোমার সময় যাবার -
খবর পৌঁছাও আমার বন্ধু নবী ইব্রাহীম খলিলে
শুধাও তারে "অতিথিরে তুমি আজিকে কি কথা বলিলে?
কাটালো যেজন সারাটি জীবন আমারে করিয়া অস্বীকার
করিয়াছি আমি খাবার বন্ধ তাহার তরে কি একটি বার?
আমার করুণা ধরার 'পরে সবার তরে রহে সমান
বন্ধু আমার অবিশ্বাসী রে কেন করে তবে অপমান?"